জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে গতকাল রবিবার দিরাই উুপজেলা প্রশাসন র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে একটি স্কুল এ প্রতিপাদ্য নিয়ে সকাল সাড়ে এগারটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেতে র্যালী শুরু করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনেআলোচন সভা অনুষ্ঠিত হয়। দিরাই উপজেল নির্বাহী অফিসার আলতাফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অসিম সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, দিরাই পৌর সভার মেয়র আজিজুর রহমান বুলবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলাপনা অফিসার আশোতোষ দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার, সমকাল প্রতিনিধি টিপু সুলতান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতি কান্ত দাস, সাকিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মানবেন্দ্র সরকার, শুুকুরনগর সরকারী প্রথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক বিশজিৎ চৌধুরী, পাকি চৌধুরী প্রমুখ। সভায় হাফিজুর রহমান বলেন, দেশের অন্যান্য এলাকার তুলনায় আমাদের এলাকা শিক্ষা অনেক পিছিয়ে, শিক্ষক অভিভাবক ও ছাত্রের সমন্বয় ছাড়া শিক্ষার উন্নয়ন সম্ভব নয়,এ অবস্থা থেকে উন্নয়নের জন্য আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি, মানিকদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আমরা ছাত্রদের দুপুরের খাবারের ব্যবস্থা করেছি, পর্যায়ক্রমে আরও বিদ্যালয়ে আমরা এ ব্যবস্থা করব, পিএসসি, জেএসসি ওএস এসসিতে ভালো রেজাল্ট কারীদের জন্য আমরা বৃত্তি ও পুরস্কারের ব্যবস্থা করব, আমরা সাতটি প্রাথমিক বিদ্যালয়ে নতুন দালান করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি, ভাটি অঞ্চলের জন্য আলাদা শিক্ষানীতির দাবি করে তিনি।