শীতের আগমনী সময়ে নগরীতে চৈত্রের গরম!

9

স্টাফ রিপোর্টার :
চিরায়ত নিয়ে প্রকৃতিতে এখন শীতের আগমনী বার্তা থাকার কথা থাকলেও নগরীতে চলছে চৈত্রের কাঠফাটা রোদ, সেই সঙ্গে তীব্র গরম। প্রচন্ড দাবদাহে জনজীবন যেন স্থবির হয়ে পড়েছে।
কয়েকদিনের তীব্র গরমে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বৃষ্টি না হওয়া আর প্রচন্ড রোদে ঘর থেকে বের হতে পারছে না শ্রমিক, দিন মজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। সামান্য স্বস্তির ও একটু শীতল পরিবেশের জন্য ছুটছে গাছের ছায়াতলে। আর অতিরিক্ত গরমে একটু শীতল পরিবেশ ও স্বস্তির জন্য বিভিন্ন শরবত ও পানীয়ের দোকানে ভিড় করছেন তারা। প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ হলেও বৃষ্টি নিয়ে কোন সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস।
সিলেট আবহাওয়া অফিস বলছে, আগামী ১৮ তারিখের আগে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই। আর বৃষ্টি হলেও তা খুব সামান্য পরিমাণে হতে পারে। তবে ১৮ ও ১৯ অক্টোবর সিলেটে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের জ্যৈষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, গত ১১ অক্টোবর সিলেটে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এটি গত ৪৫ বছরের অক্টোবরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এর আগে ২০১৪ সালের অক্টোবর মাসে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিলো বলে জানান তিনি।