সুনামগঞ্জে ২০ দলের ৭ নেতাকর্মীর জামিন লাভ

28

আল-হেলাল, সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জে পুলিশ এসল্ট মামলায় ২০ দলের ৭ নেতাকর্মীকে জামিন দিয়েছে আদালত। গতকাল রবিবার দুপুর ১২টায় আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ ইমাম হোসেন তাদেরকে জামিনের আদেশ প্রদান করেন। জামিনপ্রাপ্তরা হলেন সুনামগঞ্জ থানার মামলা নং ৭ (জিআর ৭/২০১৪) তারিখ ৫/১/২০১৫ ইং এর আসামী ও উত্তর আরপিননগর নিবাসী মৃত লাল মিয়ার পুত্র শফিউল ইসলাম, মৃত ইকবাল হোসেনের পুত্র কামরুল হাসান রাজু , মৃত সাং আব্দুল হাদীর পুত্র গোলাম মৌলা তোহা, ষোলঘরের মুজিবুর রহমানের পুত্র শান্ত, মঈনপুর গ্রামের মৃত ঈসরাইল মিয়ার পুত্র আরিফ, জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও গ্রামের মৃত লালফর মিয়ার পুত্র আপন ও তাহিরপুর উপজেলার বীরনগর গ্রামের মৃত রবি উল¬াহর পুত্র জুনাব আলী। আদালতে আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদের সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আছপিয়া, এডভোকেট মানিক লাল দে, এডভোকেট মাসুক আলম ও এডভোকেট আব্দুল হকসহ স্থানীয় আইনজীবীরা।