সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ সদর উপজেলায় স্থগিত বড়পাড়া আব্দুর রহমান পৌর প্রাথমিক বিদ্যালয় ও তেঘরিয়া মাদ্রাসাকেন্দ্রে বুধবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুটি কেন্দ্রেই ভোটাদের উপস্থিতি ছিল অনেক কম। দুটি কেন্দ্রে গড়ে ১১.৪৫ ভাগ ভোট পড়ে। বিকেল ৪টার পর ভোট গণনা শুরু হয়। ২টি কেন্দ্রে প্রাপ্ত ভোটের মধ্যে নিগার সুলতানা কেয়া তেঘরিয়া মাদ্রাসা কেন্দ্রে ২৬৪ ভোট ও বড়পাড়া আব্দুর রহমান পৌর প্রাথমিক বিদ্যালয়ে ২১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
গণনা শেষে ২২ হাজার ৭শ ৭৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন নিগার সুলতানা কেয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদিয়া বখত সুরভী পেয়েছেন ১৮ হাজার ৭৯ ভোট। নিগার সুলতানা কেয়া সদর উপজেলার বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান।