বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল ইসলাম ফারুকী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল ১৭ জানুয়ারী, শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট বিভাগীয় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ নূরুল হক চিশ্তী। কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ শরিফ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসালামী ফ্রন্টের কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সচিব আলহাজ্ব মাওলানা সোলাইমান খান রাব্বানী, ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মঈনুল ইসলাম খান, বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সারোয়ার, কেন্দ্রীয় মানব সম্পদ সম্পাদক মুহিবুর রহমান। রাসেল মোস্তফা ও কাউছার আহমদ এর যৌথ উপস্থাপনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জননেতা রুমেল আহমেদ, জননেতা মাওলানা আব্দুল গফুর সিদ্দিকী, মাওলানা আব্দুল মালেক আবেদী, ডাঃ কফিল উদ্দিন খন্দকার, ছাত্রনেতা এম.এম.আই জাকারিয়া, সৈয়দ মফিদুল ইসলাম, কামরুল হাসান, মুহাঃ নুরুল আমীন, মোঃ শাহ আলম, মঈনুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নূরুল হক চিশ্তী বলেন, নাস্তিকবাদ ও জঙ্গিবাদ, শান্তি শৃঙ্খলা বিনষ্টের জন্য পরস্পর সম্পূরক। নাস্তিকবাদ দমনের দোহাই দিয়ে সাধারণ মুসলমানদের সহর্মিমতাকে কাজে লাগিয়ে জঙ্গিরা তৎপর হয়। অপরদিকে জঙ্গি দমনের নামে নাস্তিকবাদীরা সরাসরি ইসলামের উপর আঘাত হানে। তিনি বলেন, নাস্তিকবাদ ও জঙ্গিবাদ দমনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল ইসলাম ফারুকী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
সমাবেশ শেষে একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে এক পথসভায় মিলিত হয়। বিজ্ঞপ্তি