দোয়ারাবাজারে পিআইওর বিরুদ্ধে টেন্ডার জালিয়াতির অভিযোগ

20

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা  :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পিআইওর বিরুদ্ধে টেন্ডার জালিয়াতির অভিযোগ উঠেছে। এ নিয়ে  ঠিকাদারদের মধ্যে বিরাজ করছে চরম অসন্তোষ ও উত্তেজনা। ত্রাণ ও পুনর্বাসন অফিসের টেন্ডার দেয়া হয় গত ৩০ ডিসেম্বর। এতে শতাধিক ঠিকাদারী প্রতিষ্ঠান টেন্ডারে অংশগ্রহণ করলেও মোটা অংকের টাকার বিনিময়ে গোপন আঁতাত করে উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহিতুল ইসলাম প্রভাবিত হয়ে অন্য প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়েছেন এমন অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠান এসোসিয়েশন নেতৃবৃন্দের।  এসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
এসোসিয়েশনের সভাপতি আক্তার হোসেন সহ একাধিক ঠিকাদাররা জানিয়েছেন, কাউকে না জানিয়ে গোপন আতাতের মাধ্যমে টেন্ডারের লটারী হাঁকিয়েছেন উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। পুনরায় নিয়মতান্ত্রিক ভাবে লটারীর মাধ্যমে টেন্ডার দেয়ার জোর দাবি জানান তারা।
উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহিতুল ইসলাম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেছেন, যথাযথ নিয়ম অনুযায়ী টেন্ডার হয়েছে।