টাঙ্গুয়ার হাওরের বিল দখল নিয়ে ইজারাদার ও জেলেদের মধ্যে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

52

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা  :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের বিল দখলকে কেন্দ্র করে ইজারাদার ও জেলেদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল, ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ২ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করাসহ অন্যান্যদের তাহিরপুর ও ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় টাঙ্গুয়ার হাওরের বাঁদেরটান-শালদিঘার কলমা বিল দখলকে কেন্দ্র করে ইজারাদার মোয়াজ্জেমপুর-নোয়াগাঁও মৎস্যজীবী সমিতির সভাপতি আলীনুর ও জেলে হেদায়েতুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে সন্ধ্যায় ইজারাদার ও জেলেদের পক্ষ নিয়ে কাউখালী, গুলাবাড়ি, মাহমদুরপুর ও নোয়াগাঁও গ্রামের জেলেরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়। গুরুতর আহতরা হলেন-রুস্তুম আলী, পারভেজ মিয়া, শফিক মিয়া, আলীনূর, প্রভাত রঞ্জন, কয়েছ মিয়া, জহুর মিয়া, আজহার আলী, আজিজ মিয়া, জমশেদ আলী, হেদায়েতুল ইসলাম, জয়নুদ্দিন, আলী উসমান, জুনায়েদ আলম, শাহাব উদ্দিন, আজিম উদ্দিন, হোসেন মিয়া, আলিম উদ্দিন প্রমুখ। তাদেরকে তাহিরপুর, ধর্মপাশা ও নেত্রকোণা জেলার কমলাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাহিরপুর থানার ওসি শহিদুউল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।