মেশকাতুন নাহার :
পুণ্য দৃষ্টি শালীন কৃষ্টি
মানব গুণের মূল,
বিবেক কর্মে প্রাজ্ঞ জন্মে
ঊর্ধ্ব গতির কূল।
স্বদেশ ভক্তি চিত্তের শক্তি
নিয়ে আসে জয়,
ধৈর্য, বিনয় সর্ব সময়
ইতিবাচক হয়।
আত্মসংযম চুম্বক মাধ্যম
মাধুর্যের এক পাশ,
উচ্চ ভাবন স্থিরযৌবনা
অন্তরাত্মার শ্বাস।
হিংসা বিদ্বেষ ধ্বংস সংশ্লেষ
জীবন ধারার ভ্রুণ,
মেরুদণ্ড ভগ্ন খণ্ড
প্রজনন হয় খুন।
পালিশ করা স্বভাব ভরা
নর্দমারই জল,
বীজ রুগ্নতার বংশ বিস্তার
বেড়ে চলে ঢল।
পার্থিব সম্পদ মহাজন পদ
তুচ্ছ বিষয় খুব,
প্রত্যুষ বেলায় স্রোতের ধারায়
স্বচ্ছতায় দাও না ডুব!