হবিগঞ্জে বিএনপি’র ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

28

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জে গাড়ি ভাংচুরের ঘটনায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট এনামুল হক সেলিমসহ ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে সদর থানা পুলিশ। গত রবিবার গভীর রাতে হবিগঞ্জ সদর থানার এসআই ইব্রাহিম বাদি হয়ে এই মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, রবিবার দুপুরে হবিগঞ্জ শহরের ২নং পুল বাইপাস সড়কে অবরোধকালে বিএনপি নেতাকর্মীরা দু’টি গাড়ি ভাংচুর করে। এক পর্যায়ে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পুলিশসহ ২৫ জন আহত হন। এসময় পুলিশ ২৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি নেতাকর্মীরা পরে বাইপাস সড়কে আরও দু’টি বাস ভাংচুর করে। এ ঘটনায় পুলিশ বিএনপি’র ৩৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০/৪০জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এ মামলা দায়ের করেছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, গাড়ি ভাংচুরের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দাােয়র করা হয়েছে। কোন আসামীকে গ্রেফতার করা যায়নি। মামলাটি তদন্তের জন্য এসআই মিজানকে দায়িত্ব দেয়া হয়েছে।