ভারপ্রাপ্ত মেয়র নিয়ে নগরভবনে দিনভর উত্তেজনা ॥ পিছু হটলেন কয়েস লোদী ‘আপাতত’ গদিতে সালেহ

42

p---11-01-15--------3স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ার নিয়ে অনেক টানাটানি হয়েছে। নগরভবন জুড়ে দুই পক্ষের লোকজনের মহড়া ও উত্তেজনা হলেও শেষ পর্যন্তসমঝোতায় পিছু হটলেন কয়েস লোদী। কাউন্সিলররা বৈঠক করে সমঝোতার ভিত্তিতেই সালেহ আহমদ চৌধুরীকেই ‘আপাতত’ সিসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। বাকি সিদ্ধান্ত মেয়র আরিফুল হক চৌধুরীর কাছ থেকেই আসবে-এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল রবিবার সকাল ১১টায় কয়েস লোদী তার এলাকার লোকজন নিয়ে নগর ভবনে যান মেয়রের আসনে বসতে। এ সময় তাকে ভারপ্রাপ্ত মেয়র ছালেহ আহমদ চৌধুরী‘র সমর্থকেরা মেয়রের কক্ষে ঢুকতে দেননি। এ নিয়ে কয়েস লোদী ও ছালেহ সমর্থকদের মধ্যে পুরো নগরভবনে উত্তেজনা বিরাজ করে।
ভারপ্রাপ্ত মেয়র কে হবেন- এনিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের কার্যালয়ে বৈঠকে বসেন দুই পক্ষের কাউন্সিলররা।
গতকাল দুপুর সোয়া ১টায় বৈঠক থেকে বের হন ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ কয়েকজন কাউন্সিলর। তারা নগরভবনে অপেক্ষমান সাংবাদিকদের জানান, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে আপাতত সালেহ আহমদ চৌধুরীকেই ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
কাউন্সিলর আজাদ বলেন, ‘আইন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ভারপ্রাপ্ত মেয়র কে হবে তা আইনের মাধ্যমেই সমাধান হবে। আইন যার পক্ষে থাকবে তিনিই ভারপ্রাপ্ত মেয়র হবেন। তবে সৃষ্ট জটিলতা সমাধানকল্পে আপাতত সালেহ আহমদ চৌধুরীই ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন, বৈঠকে এটাই সিদ্ধান্ত হয়।’
বৈঠক শেষে প্যানেল মেয়র-২ সালেহ আহমদ বলেন, ‘বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন অনুযায়ী ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার এখতিয়ার সাময়িকভাবে বরখাস্তকৃত মেয়রের। তাই সিটি করপোরেশন থেকে কাগজপত্র আরিফুল হক চৌধুরীর কাছে পাঠানো হবে। কারান্তরীণ মেয়র আরিফ যাকে দায়িত্ব দেবেন তিনিই দায়িত্ব পালন করবেন।’
প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদী বলেন,‘ প্যানেল মেয়র নিয়ে কাউন্সিলরদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, বৈঠকের মাধ্যমে তা সমাধান হয়েছে। এখন আরিফুল হক চৌধুরী যাকে দায়িত্ব দেবেন তিনিই ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন।’Untitled-144444 copy
উল্লেখ্য, সিসিক’র নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে প্যানেল মেয়র-১কে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয় মন্ত্রণালয়। কিন্তু গতকাল রবিবার সকালে প্যানেল মেয়র-২ সালেহ আহমদ নিজেকে ভারপ্রাপ্ত মেয়র দাবি করে মেয়রের চেয়ারে বসেন।