গতকাল সিলেট নগরীর দরগাহমহল্লাস্থ একটি হোটেলে সিলেট পেশাজীবী পরিষদ‘র আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ লেঃ কর্ণেল (অবঃ) আতাউর রহমান পীর‘র সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক নুরুল ইসলামের পরিচালনায় জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৪ জানুয়ারী শনিবার “সিলেটের উন্নয়ন ভাবনা” এই বিষয়ে নিয়ে সিলেট বিভাগের গুণীজনদের অংশগ্রহণে গোল টেবিল বৈঠকের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও সিলেটের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় অসুস্থা আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনা করে আগামী ১৬ জানুয়ারী শুক্রবার বাদ জুম্মা সিলেটের বিভিন্ন পাড়া মহল্লার মসজিদ, মাদ্রাসা, মন্দি, গীর্জসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা করার জন্য সভা থেকে আহবান জানান এবং শুক্রবার বাদ জুম্মা হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে সিলেটের সর্বস্তরের সচেতন নাগরিকদের দোয়া ও মিলাদ মাহফিলে শরিক হওয়ার জন্য সভা থেকে আহবান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন পরিষদ‘র যুগ্ম আহবায়ক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মোজ্জামেল হক, দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দিপু, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোজাক্কির হোসেন কামালী, জনকল্যাণ ট্রাস্ট‘র চেয়ারম্যান মাওলানা আব্দুল মালিক চৌধুরী, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, কাউন্সিলর দিলওয়ার হোসেন সজিব, মানবাধিকার সোসাইটি সিলেট জেলাল সভাপতি এডভোকেট আল আসলাম মুমিন, সাধারণ সম্পাদব এডভোকেট এজাজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদত করিম চৌধুরী, এডভোকেট আবু নোমান প্রমুখ। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি মোস্তাক আহমদ ফুরকানী। বিজ্ঞপ্তি