স্টাফ রিপোর্টার :
জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ থেকে বিপুল পরিমান বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। গত মঙ্গলবার রাত-দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, জৈন্তাপুর থানার পুরাতন গৌরিগ্রামের মৃত জফুর আলীর পুত্র আনোয়ার হোসেন (২৮) ও একই থানার তুবাং বাওরবাগ দক্ষিণের আব্দুর রবের পুত্র মো: রেজওয়ান আহম্মদ (২২) ও কোম্পানীগঞ্জ থানার দক্ষিণবুরদের গ্রামের আব্দুর রশিদের পুত্র রউফ মিয়া উরফে পাভেল (২৭)।
র্যাব জানায়, মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৯ টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জৈন্তাপুর থানার লালাখাল এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন ও রেজওয়ান আহম্মদকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪১০ বোতল অফিসার্স চয়েস মদ উদ্ধার ও জব্দ করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ গ্রেফতাতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে জানান র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
এদিকে র্যাব এর অপর একটি দল জানায়, গত মঙ্গলবার দুপুর পৌনে ২ টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর কমান্ডিং অফিসার লে: কর্ণেল আবু মুসা মো: শরীফুল ইসলাম পিএসসি,এএসসি, এএসসি নেতৃত্বে সিনিয়র এএসপি নাহিদ হাসান এবং এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর সহযোগীতায় সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ১নং ইসলামপুর ইউপির দক্ষিণবুরদের এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রউফ মিয়া উরফে পাভেলকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে অফিসার্স চয়েজ ২০৯ বোতল ও এসি ব্লেক ২৪ বোতল মদ উদ্ধার ও জব্দ করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশি¬ষ্ট থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।