কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে উরাং সম্প্রদায়ের আলোচনা সভা

111

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের ফাঁড়ি পুজা মন্ডপ প্রাঙ্গণে রবিবার দুপুরে (১১ জানুয়ারী) উরাং সংস্কৃতি জাতি সত্তার উন্নয়নে সংগঠিত হও ঐক্যদানে এই শ্লোগান নিয়ে পরামর্শ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উরাও সমাজকল্যাণ সংঘের আয়োজনে চুন্ঠু উরাং এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, মুন্সীবাজার ইউপি সদস্য সফিকুর রহমান, রহিমপুর ইউপি সদস্য ধর্না বাউরী, মুক্তিযোদ্ধা কুল চন্দ্র তাঁতী, আওয়ামীলীগ নেতা নরোত্তম বর্ধন। শ্যামল উরাং এর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কফিল উরাং, নন্দ উরাং, সুজেন উরাং, গলফা উরাং, মাংরা উরাং, সত্যবান উরাং, ধন্য উরাং, ছোট উরাং, দিপন উরাং, সতলা উরাং প্রমুখ। অনুষ্ঠানে কলেজ ছাত্রী বাসন্তী উরাং ও স্কুল ছাত্রী রিমা উরাং নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে বিভিন্ন বাগান থেকে প্রায় শত শত উরাং সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।