জগন্নাথপুরে র‌্যাবের অভিযানে নারীসহ বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

8
র‌্যাবের অভিযানে আটক বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য ও উদ্ধারকৃত আলামত।

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে র‌্যাবের অভিযানে নারী সহ বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নগদ টাকা সহ প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন মালামাল। আটককৃতরা হচ্ছে, জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের আবদুল সামাদের ছেলে ময়নুল হক, মৃত তহিরুউল্লার ছেলে হানিফ আহমদ ও তার স্ত্রী পারভিন বেগম।
র‌্যাব সূত্র জানান, অনেক দিন ধরে জগন্নাথপুর ও সুনামগঞ্জ সহ বিভিন্ন স্থানে বিকাশের মাধ্যমে প্রতারণা করে আসছিল এ প্রতারক চক্র। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ র‌্যাব ৯ এর একটি অভিযানিক দল ২৬ মে বুধবার জগন্নাথপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে হবিবপুর গ্রামের সাহাদুলের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ১টি টেলিফোন, ১২টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেকবই, বিভিন্ন ধরণের ক্যাবলস, চার্জার, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও নগদ ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। এদিকে-র‌্যাবের অভিযানে বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য আটক হওয়ায় পৌর কাউন্সিলর কামাল হোসেন সহ সচেতন মহল র‌্যাবকে অভিনন্দন জানান।