বড়লেখায় বিএনপির ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পৌর মেয়রের উপর মামলা ও হামলায় তোলপাড়

80

বড়লেখা থেকে সংবাদদাতা :
বড়লেখায় উপজেলা সদরে ৫ জানুয়ারি আওয়ামীলীগ, বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৩৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পৌর মেয়র প্রভাষক ফখরুল ইসলামের উপর পুলিশী হামলা ও মামলার ঘটনায় উপজেলা জুড়ে তোলপাড় চলছে। বিভিন্ন-শ্রেণী পেশার মানুষের দাবী দ্রুত জনপ্রিয় এ পৌর মেয়রের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার কার হউক।
জানা গেছে, ৫ জানুয়ারি বিএনপি ও ২০ দলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলার বড়লেখা উপজেলা শহরে বিএনপির স্থানীয় কার্যালয় থেকে বিএনপি মিছিল বের করতে চাইলে পুলিশী বাধার মুখে পড়ে। এ সময় আওয়ামীলীগ, বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি শান্ত করতে পৌর মেয়র প্রভাষক ফখরুল ইসলাম ঘটনাস্থলে এলে পুলিশ মেয়রের উপর বেধড়ক লাঠি চার্জ করে তাকে আহত করে। এসআই বিনয় ভূষণ রায় বাদী হয়ে মেয়রকে ১নং আসামী করে মোট ৩৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ এবং ৫০ জনকে অজ্ঞাত রেখে মামলা করেন। পৌর মেয়রের উপর মামলার ঘটনায় উপজেলার বিভিন্ন শ্রেনীর মানুষের মাঝে চলছে তোলপাড়। তারা পৌর মেয়রের উপর দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানিয়েছেন।