সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র প্রশ্নে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য আন্দোলনরত কাউন্সিলরগণের প্রতি আহবান জানিয়েছেন মাদানী কাফেলার নেতৃবৃন্দ। শুক্রবার এক বিবৃতিতে কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী ও সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী বলেন, নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী সাময়িক বরখাস্তহওয়ার পর ভারপ্রাপ্ত মেয়র কে হবেন তা নির্ধারণের এখতিয়ার কেবলমাত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। মন্ত্রণালয় যাকে দায়িত্ব দেবে তাকেই মেনে নেয়া উচিত এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। বিবৃতিতে বলা হয়, মন্ত্রণালয় কর্তৃক প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়েছে।
আমরা মনে করছি সিলেটের উন্নয়নের স্বার্থে এ বিষয়ে মাঠ গরম করে জনগণকে বিভ্রান্ত না করে কয়েস লোদীকে মেনে নেওয়াই উত্তম। বিজ্ঞপ্তি