সুনামগঞ্জে পুলিশের বাধায় শহরে প্রবেশ করতে পারছি না বিএনপির মিছিল

58

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জে হরতাল চলাকালে বুধবার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সুনামগঞ্জ আদালত গেইট থেকে শুরু হওয়া মিছিলটি পুলিশ বাধায় পড়ে পুরতান বাসস্ট্যান্ড এলাকায়। পুলিশ বাধা অতিক্রম করে মিছিলটি শহরে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশ মিছিলটি অগ্রসর হতে না দিলে তারা রাস্তায় বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় নাছির উদ্দিন চৌধুরী বলেন, সারাদেশের রাজপথ বিএনপি তথা ২০ দলের দখলে। আমরাও সুনামগঞ্জের রাজপথ দখলে রাখছি কিন্তু পুলিশ একটু বাড়াবাড়ি করছে। তিনি সরকারকে উদ্দেশ্যে বলেন, পুলিশ দিয়ে ক্ষমতায় ঠিকে থাকা যাবে না। সরকারের পতন আসন্ন। সরকারের পতনের আন্দোলনে বিএনপি নেতাকর্মী আছে থাকবে। অবৈধ সরকারের পতন সময়ের ব্যাপার। এ সময় উপস্থিত ছিলেন, এডভোকেট মাসুক আলম, এডভোকেট আব্দুর হক, অধ্যক্ষ শেরগুল আহমেদ, এডভোকেট সামছুর রহমান, এঅড. আব্দুর জলিল, এড. কাহিনুর রহমান, এড. গালেহ আহমেদ, সৈয়দ আমিনুল হক হেলাল মিয়া, মোস্তাক আহমেদ, মকসদ মিয়া,  ছাত্রদলের সৈয়দ সফিকুল ইসলাম, ইকবাল হোসেন, ময়না মিয়া, ফরহাদ শাহ, মশিউর রহমান জানায়েদ, আজাদুর রহমান, রুপক, জালাল প্রমুখ।