বিএনপিকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে – গৌছ খান

62

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস BNP Picচেয়ারম্যান গৌছ খান বলেছেন, আ’লীগ সরকার দেশের মানুষকে ভুল বুঝিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা করার পাঁয়তারা করছে। পরিকল্পিতভাবে সিলেটের কোটি মানুষের নেতা ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। দীর্ঘ ৫বছরেও তার কোন সন্ধান পাওযা যায়নি। তাই ইলিয়াস আলীর অবর্তমানে আগামী সংসদ নির্বাচনে ইলিয়াস পতœী তাহসিনা রুশদী লুনাকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই। সে জন্যে বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরে বিএনপিকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল মঙ্গলবার বিকেলে সিলেটের বিশ্বনাথ বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে গৌছ খানের স্বদেশ আগমন উপলক্ষে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি আলতাব হোসেনের সভাপতিত্বে নতুন বাজারস্থ দলীয় কার্যালয় সম্মুখে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির আহমদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোনায়েম খান। বক্তব্য রাখেন, বিএনপি নেতা শামছুল ইসলাম, ইরন মিয়া মেম্বার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার খান, লিমন তালুকদার, ছাত্রদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, যুগ্ম আহবায়ক শাহ জাহান, সদস্য সচিব আজাদুর রহমান আজাদ।
সভায় বিএনপি নেতা মজনু মিয়া মেম্বার, মাওলানা আবুল বশর, তজম্মুল আলী, মিজানুর রহমান মোজাহিদ, রফিক আলী, হাজী আব্দুল গনি, হাজী আব্দুল হক, মনোফর আলী, ফরিদ মিয়া, আব্দুর রাজ্জাক, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুরমান খান, মুসলিম আলী, সোহাগ আহমদ চন্দন, আফিজ আলী, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইউসুফ খান আক্তার, যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন আহমদ কিনু, রায়হান আহমদ, জোয়াদ আলী, নুরুজ্জামান, সদস্য সচিব ফখরুল ইসলাম, মাস্টার শাহিন আহমদ তালুকদার, যুবদল নেতা ইসলাম উদ্দিন, আক্তার হোসেন (রানা), সুন্দর আলী, দিলসাদ মেম্বার, আছকির আলী, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আমির আলী, নাজিম উদ্দিন, আব্দুল মোমিন, সুনু মিয়া, ওয়াসিম, দুলাল মিয়া, শেখ সুহেল, জোবায়ের আহমদ সাদ্দাম, হামিদ শিকদার, কলেজ ছাত্রদল নেতা শাহ টিপু, আব্দুস সালাম জুনেদ, তামিম আহমদ, শাকিব আলী, জয়নাল আবেদীন, শাহ রুকন, জিয়া মিয়া শুভ, রিপন আহমদ রনি উপস্থিত ছিলেন।