জেলা দলিল লেখক সমিতির অবস্থান ধর্মঘট ॥ দুর্নীতিবাজ জেলা রেজিস্ট্রারকে অবিলম্বে অপসারণ করুন

53

দুর্নীতিবাজ জেলা রেজিস্টার মকবুল হোসেন খানের অপসারণের দাবিতে বাংলাদেশ দলিল লেখক সমিতি সিলেট জেলা শাখা কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে। গতকাল (৮ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। পরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। তবে প্রতিবাদ সমাবেশ থেকে নতুন কোন কর্মসূচি ঘোষণা করা হয়নি। পবিত্র বিশ্ব ইজতেমার কারণে কর্মসূচি সমূহ আপাতত স্থগিত করা হয়। আগামী ১২ জানুয়ারি সোমবার বেলা ২টায় জেলা কমিটির বর্ধিত সভা থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মাহমুদ আলীর সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফরিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি আজিজুর রহমান লাল মিয়া, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুলতান মিয়া বাদশা, কেন্দ্রীয় নেতা এম ইকবাল হোসেন, কেন্দ্রীয় নেতা ও সদর শাখার সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান সায়েক, সহ-সভাপতি মুহিবুর রহমান জিলু, সিনিয়র সদস্য আলহাজ্ব আব্দুর রহিম, আলহাজ্ব মোঃ কুতুব উদ্দিন, লুৎফুর রহমান খান, সদর শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমদ, কেন্দ্রীয় সদস্য কবির আলী গাজী, শাহিব উদ্দিন আহমদ, ফখরুল ইসলাম, খুরশিদ আহমদ, ফয়ছল আহমদ, শেখ লোকমান মিয়া, সদর শাখার অর্থ সম্পাদক মোঃ আব্দুর রহিম, মাহবুবুর রহমান এরশাদ, রাশেদুজ্জামান, আব্দুজ জহির, রশিদুজ্জামান আখতার, সাব্বির আহমদ, শামসুল ইসলাম, আবুল হোসেন, হেলাল উদ্দিন, মুজিবুর রহমান, জালাল উদ্দিন, জাহাঙ্গীর হোসেন মান্না, শাহীন আহমদ, আবুল কালাম, আব্দুল আহাদ (১), ওয়ারিছ আলী, বদরুল ইসলাম, মকবুল আলী, আব্দুল আহাদ (২), ইবরাহিম আলী খোকন, আখতার হোসেন, ওলিউর রহমান, সিরাজ উদ্দিন, কোহিনুর আহমদ, নিজামুল ইসলাম, লিয়াকত আলী প্রমুখ।
সভার এক প্রস্তাবে সিলেটের জেলা রেজিস্ট্রারের এক পরিপত্রে দলিল লেখক সমিতি ঘোষিত দাবি সমূহের অংশ বিশেষ পূরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। সভায় অবিলম্বে অন্য দাবি সমূহ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।
অপর এক প্রস্তাবে আগামী ১২ জানুয়ারি সোমবার বেলা ২টায় জেলা কমিটি আহূত বর্ধিত সভায় প্রতিটি উপজেলা কমিটির নেতৃবৃন্দকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
সভায় বক্তারা আবারো দুর্নীতিবাজ জেলা রেজিস্ট্রার মকবুল হোসেন খানের নানা অপকর্মের বিবরণ তুলে ধরেন। তারা বলেন, জেলা রেজিস্ট্রারের নানামুখী অপতৎপরতায় সিলেট জেলার দলিল লেখকদের দায়িত্ব পালনে বিঘœ সৃষ্টি হচ্ছে। বক্তারা অবিলম্বে মকবুল হোসেন খানকে সিলেট থেকে অপসারণ করে তথায় সৎ ও যোগ্য একজন জেলা রেজিস্ট্রার নিয়োগদানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। বিজ্ঞপ্তি