মোঃ শাহজাহান মিয়া, জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর স্কুল এন্ড কলেজের উদ্যোগে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিতঅতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর-দক্ষিণ সনামগঞ্জ আসন থেকে নির্বাচিত এমপি সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। এ সময় অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব সিরাজুল ইসলাম কাবেরী, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) ইকবাল আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ূন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম মশাহিদ, আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খান, সাবেক ইউপি চেয়ারম্যান দ্বীনুল ইসলাম বাবুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাদ কবেরী, আশারকান্দি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের কম্পিউটার অপারেটর মনির আহমদসহ এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। পরে দাওরাই স্কুল এন্ড কলেজ উদ্যোগে সুধী সমাবেশ ও ষড়পল্লী উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে আয়োজিত পৃথক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রতিমন্ত্রী এমএ মান্নান। এছাড়া আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর স্কুল এন্ড কলেজ, দাওরাই স্কুল এন্ড কলেজ, নিতাইগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর দাওরাই বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন, আশারকান্দি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন, করিমপুর-হলিমপুর রাস্তা, দাওরাই বাজার আলুখাল রাস্তা, কাকবলি গ্রামের রাস্তা ও জয়দা গ্রামের পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী এমএ মান্নান।