বিশ্বনাথ থেকে সংবাদাতা :
অপরিকল্পিত পোল্ট্রি ফার্মের বর্জ্যরে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্বপাড়া ও মাঝপাড়াসহ এলাকাবাসী। অপরিকল্পিত এ ফার্মের বর্জ্যরে ফলে একদিকে যেমন দূষিত হচ্ছে পরিবেশ অন্যদিকে দিন দিন গ্রামের লোকজনের বাড়ছে নানা রোগবালাই। ওই আবর্জনা ও দুর্গন্ধ থেকে এলাকায় ছড়িয়ে পড়েছে শ্বাস কষ্ট, ঘনঘন বমি, ম্যালেয়িাসহ নানা জটিল রোগ। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে গত ২৪ ডিসেম্বর গ্রামের ১৫১ জন স্বাক্ষরিত একটি স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী জনসাধারণ। কিন্তু স্মারকলিপি দেওয়ার দীর্ঘ ১৫ দিনেও উপজেলা প্রশাসন কোন পদক্ষেপ না নেওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় ঘটতে পারে অনাকাক্সিক্ষত ঘটনা। পরিবেশ দূষিত নানা রোগে আক্রান্ত হয়ে বতর্মানে গ্রামের কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুহেল মাহমুদ বলেন, বিষয়টি তদন্ত করে একটি রিপোর্ট পেশ করার জন্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা করা হবে বলেও তিনি জানিয়েছেন।