মজুমদারীতে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাইর ঘটনা ॥ ৪ ছিনতাইকারীর বিরুদ্ধে ৫ দিনের রিমান্ডের আবেদন

18

স্টাফ রিপোর্টার :
নগরীর মজুমদারীতে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাইর ঘটনায় আদালতে গ্রেফতারকৃত ৪ ছিনতাইকারীর বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) শেখ মোঃ ইয়াছিন আলী আসামীদের বিরুদ্ধে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলী-২) বেগম ফারহানা ইয়াছমিনের আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত আগামী ১২ জানুয়ারী রিমান্ড শুনানীর দিন ধার্য্য করেন।
গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে- কানাইঘাট থানার বারিগ্রামের মুজিবুর রহমানের পুত্র বর্তমানে নগরীর শাহজালাল উপশহর ২৭ নম্বর রোডের ডি ব্লকের বাসিন্দা আতিকুর রহমান চৌধুরী লাভলু (২৫), একই এলাকার বাসিন্দা হাফিজ উদ্দিনের পুত্র এসএ সায়ের বেলাল (৩৬), মোগলাবাজার থানার পাঠানপাড়ার আব্দুল খালিকের পুত্র ররুবল আহমদ (২৪) ও নগরীর মাছিমপুর এলাকার মৃত আব্দুল্লাহ মিয়ার পুত্র মাহমদ আলী স্বপন ওরফে স্বপন (৩০)।
উল্লেখ্য, যতরপুর নবপুষ্প ১১৫ নং বাসার বাসিন্দা মোঃ লোকমান আহমদ ২৮ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে প্রাইম ব্যাংক দরগা গেইট শাখা হতে ৫ লাখ টাকা উত্তোলন করেন। এ টাকাসহ (নম্বর সিলেট-ট-১২-৮৫৪৫) নং সিএনজি অটোরিক্সা চালক জীবন আহমদকে নিয়ে এয়ারপোর্ট এলাকায় যাচ্ছিলেন। পথে মজুমদারী বায়তুল জান্নাত জামে মসজিদের সম্মুখে দুটি পালসার মোটর সাইকেলযোগে আসা ৫ ছিনতাইকারী তার গতিরোধ করে  এবং অস্ত্রের মুখে তার সিএনজির সিটের নিচে রাখা অর্থ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় সেখানে দায়িত্বরত বিমানবন্দর থানার এএসআই আরিফ তাদের ওপর ঝাঁপিয়ে পড়লে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় লোকমান আহমদ বাদি হয়ে অজ্ঞাতনামা ৪ ছিনতাইকারীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। নং- ১২ (২৮-১২-১৪)।