গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেটের তামাবিল শুল্ক ষ্টেশন দিয়ে ভারত থেকে আমদানীকৃত পাথর হতে অবৈধ ভাবে প্রশাসন কর্তৃক রয়েলিটি আদায়ের প্রতিবাদে তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানী কারক গ্র“পের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তামাবিল শুল্ক ষ্টেশন এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানী কারক গ্র“পের সভাপতি গোলাম নবী ভূঁইয়া। জাফলং ক্রাসার মিল মালিক সমিতির সাধারন সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপু’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানী কারক গ্র“পের সাধারণ সম্পাদক ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ‘র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাফিজ মিয়া, জাফলং ক্রাসার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, বিশিষ্ট জালাল উদ্দিন, সরওয়ার হোসেন সেদু, রুবেল মিয়া, হাজী শহিদ, জাফলং ট্রাক মালিক সমিতির যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, তামাবিল শুল্ক ষ্টেশন শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম ও সম্পাদক লিটন মেম্বার প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন আমরা সরকারের নীতিমালা অনুযায়ী আমদানী সংশ্লিষ্ট যাবতীয় ভ্যাট ও রাজস্ব পরিশোধ করে ভারত থেকে পাথর আমদানী করে আসছি। কিন্তু সেই একই পাথরের উপর প্রশাসন আমাদের কাছ থেকে দ্বিতীয় দফায় প্রতি ঘনফুট পাথর হতে এক টাকা হারে রয়েলিটি আদায় করছে। যা সম্পূর্ণ ভাবে অবৈধ। তাই অবিলম্বে ভারত থেকে আমদানী করা পাথর থেকে অবৈধভাবে রয়েলিটি আদায় বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানান তারা। দাবী না মানলে তামাবিল শুল্ক ষ্টেশনের সকল প্রকার আমদানী ও রফতানী বন্ধ করে দেওয়া হবে। সেই সাথে কঠোর আন্দোলন সংগ্রাম এর কর্মসূচী ঘোষণা দেওয়া হবে বলে হুমকি দেন সংগঠনের নেতৃবৃন্দ।