স্টাফ রিপোর্টার :
সিলেট মহানগর বিএনপির আহবায়ক ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট শাখার সভাপতি ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরীর মুক্তির দাবিতে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে ড্যাব। কর্মসূচির মধ্যে রয়েছে আজ ররিববার কালোব্যাজ ধারণ ও কাল সোমবার মানববন্ধন। শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। একই সাথে অবিলম্বে তার মুক্তিও দাবি করেছে তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার কালো ব্যাজ ধারণ ও সোমবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সিলেটে কর্মরত সরকারি ও বেসরকারি চিকিৎসকদের কালো ব্যাজ ধারণের আহবান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ড্যাব সিলেট শাখার সাধারণ সম্পাদক ডাক্তার নাজমুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী সিলেটের রাজনীতির ইতিহাসে ক্লিন ইমেজের অধিকারী হিসেবে পরিচিত। রাজনীতির পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা এই নেতা সিলেট নর্থ-ইষ্ট মেডিকেল কলেজের অন্যতম কর্নধার। সংবাদ সম্মেলনে ডাক্তার নাজমুল ইসলাম বলেন, শুধুমাত্র প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে শাহরিয়ার চৌধুরী আজ কারাবন্দি। সরকার বিরোধী আন্দোলন কর্মসূচিতে দিশেহারা হয়ে রাজপথের সৈনিকদের কারারুদ্ধ করে আওয়ামীগীগ ক্ষমতা টিকিয়ে রাখার পাঁয়তারা করছে বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড্যাব সিলেট ওসমানী মেডিকেল শাখার সহ সভাপতি ডাঃ মোসাদ্দেক হোসেন, ডা আক্তার হোসেন, ড্যাব সিলেট শাখার সহ সভাপতি ডাঃ মাশুকুর রহমান, সাগঠনিক সম্পাদক ডাঃ আব্দুল হাফিজ এ ছাড়া ড্যাব সিলেট জেলা শাখা ও ওসমানী মেডিকেল শাখার সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি