স্টাফ রিপোর্টার :
তিনশত ষাট আউলিয়ার অন্যতম ওলি হযরত শাহজালাল (রহ:) এর মাজার জিয়ারতের মাধ্যমে নিজের কাজ শুরু করলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর ফরিদ উদ্দিন আহমেদ। গতকাল সোমবার মাজার জিয়ারত শেষে তিনি যোগদান করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ছিলেন। সোমবার শাবির ১১ তম ভিসি হিসেবে তিনি যোগদান করেন।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করে সোমবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ে আসেন উপাচার্য। ক্যাম্পাসে প্রবেশ করে বঙ্গবন্ধু চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। পরবর্তীতে নিজ কার্যালয়ে বসে বেশ কয়েকটি ফাইলে স্বাক্ষর করেন।
যোগদানকালে তিনি বলেন, সিলেটের এ বিশ্ববিদ্যালয়টির সুনাম বিশ্বজোড়া। শিক্ষা ও গবেষণাতে সর্বোচ্চ সতকর্তা জোরদার করার পাশাপাশি চলমান সেশনজট নিরসনে কাজ করবো আমি।
উল্লেখ্য, প্রায় ২০ দিন ধরে উপাচার্যবিহীন থাকার পর গত ১৭ আগষ্ট ১১তম উপাচার্য হিসেবে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে ৪ বছরের জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এর আগের উপাচার্য হিসেবে অধ্যাপক আমিনুল হক ভূইয়া বেশ বিতর্কিত ছিলেন।