সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এই ক্রান্তিকালে কোন মানুষ যাতে না খেয়ে থাকে। সেই লক্ষে আমি জেলা উপজেলায় যাচ্ছি ত্রাণ সামগ্রী বিতরণ করতে। দলের অনেক নেতাকর্মীরা সহযোগিতায় এগিয়ে এসেছেন। দলের আরও যারা বিত্তশালী আছেন তারাও এগিয়ে আসা উচিত। দরিদ্র, অসহায়, কর্মহীন মানুষের পাশে দল মত নির্বিশেষে সবাই এগিয়ে আসলে কেউ না খেয়ে থাকবে না। তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা প্রয়োজন। অযতা হাট- বাজারে ঘুরাঘরি করবেন না, নিজে বাঁচুন, পরিবার ও দেশকে বাঁচান।
শনিবার যুক্তরাজ্য প্রবাসী দের পক্ষে বিয়ানীবাজার হাসপাতালে ও বিয়ানীবাজার থানায় ১১০ সেট পি,পি,ই প্রদান ও উপজেলা আওমীলীগ, পৌর আওয়ামীলীগ এবং পৌরসভার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি একথাগুলো বলেন।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক ও এডিশনাল পিপি মাহফুজুর রহমান মমাহফুজ, উপ-প্রচার সম্পাদক মস্তাক আহমদ পলাশ, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল¬ব, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো: আব্দুস শুকুর, বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি সমছুল হক, সাধারণ সম্পাদক এবাদ আহমদ, আওয়ামীলীগ নেতা আহমদ হোসেন বাবলু, জাকির হোসেন, হারুন উর রশিদ দিপু,আশরাফুল ইসলাম, মাসুদ হোসেন খান, আলমগীর হোসেন রুনু, চেয়ারম্যান শিহাব উদ্দিন, চেয়ারম্যান মাহমুদ আলী, চেয়ারম্যান জহুর উদ্দিন, বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগের সহ- সাধারণ সম্পাদক লায়েক আহমদ, দপ্তর সম্পাদক ওয়াহিদুর রহমান টিপু, যুবলীগ নেতা সুহেল আহমদ, আমান উদ্দিন, সাইদুল ইসলাম, রুমেল আহমদ প্রমুখ। -বিজ্ঞপ্তি