কাজিরবাজার ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার রায়ের দিন বিএনপির বিশৃঙ্খলার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থা বুঝে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
সেদিন আওয়ামী লীগ নেতা-কর্মীদেরকে কোনো উস্কানিতে পা না দিতে আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘যেমন কুকুর, তেমন মুগুর। কুকুরের যেমন ঘেউ ঘেউ, মুগুরটাও ঠিক তেমনি নেমে আসবে। ও নিয়ে আপনাদের ভাবার দরকার নেই। আপনারা শুধু সতর্ক থাকবেন।’
রবিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে ‘বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদী’ রাজনীতির প্রতিবাদে যুব সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।
আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। খালেদা জিয়ার সাজা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে আর আওয়ামী লীগ বলছে, বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেয়ার।
ওবায়দুল কাদের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলন, ‘জানমালের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা করবে।’
আওয়ামী লীগ নেতা বলেন, ‘৮ তারিখে খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে আজকে বিভিন্নভাবে উত্তেজনা ছড়ানো হচ্ছে। আমি পরিস্কারভাবে বলে দিতে চাই যে আমরা কারো সাথে পাল্টাপাল্টিতে যাব না। আমরা ক্ষমতায় আছি শেখ হাসিনার নেতৃত্বে দেশ চালাচ্ছি।’
‘আমাদের এখন মাথা গরমের সুযোগ নেই, ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করতে হবে।’
দলীয় নেতাকর্মীদেরকে কাদের বলেন, ‘আপনারা বিএনপির উস্কানির ফাঁদে পা দেবেন না। তারা যদি বিশৃঙ্খলা করে, রাস্তা দখল করে জনগণের জন্য ভোগান্তি সৃষ্টি করে। প্রয়োজনে নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে এ পরিস্থিতি মোকাবেলা করব। আমরা উস্কানি দেবো না।’
রায়ের দিন শেখ হাসিনা আওয়ামী লীগকে কর্মসূচি দিতে বলেননি জনিয়ে কাদের বলেন, ‘আমরা কর্মসূচি দেবো না, তবে মামলার রায়কে কেন্দ্র করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে আমরা নৈরাজ্যের বিরুদ্ধে সতর্ক পাহারায় থাকব।’
‘বিএনপি খালেদা জিয়াকে দুর্নীতিবাজ স্বীকার করে নিয়েছে’
দণ্ডিতদের দলের সদস্যপদে নিষেধাজ্ঞা দিয়ে বিএনপির গঠনতন্ত্রের সাত ধারা সংশোধন করে বিএনপি খালেদা জিয়াকে দুর্নীতিবাজ হিসেবে স্বীকার করে নিয়েছে বলেও মন্তব্য করেন কাদের।
আওয়ামী লীগ নেতা বলেন, ‘মামলার রায়ের আগে বিএনপি খালেদা জিয়াকে উন্মাদ বানিয়েছে, দেউলিয়া বানিয়েছে, দণ্ডপ্রাপ্ত বানিয়েছে এবং সর্বশেষ দুর্নীতিবাজ বানিয়ে প্রমাণ করেছে তারা দুর্নীতিবাজ দল।’
“সাতধারা পরিবর্তনের মাধ্যমে তারা প্রমাণ করল, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’।”
সংগঠনের সভাপতির ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান হিরণ, ফারুক হোসেন, মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহি প্রমুখ।