বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের প্রাক্তন সচিব মিজানুর রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে হলে মেধাবী শিক্ষার্থীর বিকল্প নেই। আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষা বৃত্তি সহায়ক ভূমিকা পালন করে। তিনি আরো বলেন, সিলেটস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশের মানুষের কল্যাণের কাজে এগিয়ে যেতে হবে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতি সিলেট বিভাগের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান, বনভোজন ও দ্বি-বার্ষিক সম্মেলন-২০২০ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতির সভাপতি ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ছালাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর কাজী আতাউর রহমানের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য্য ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য্য ও সমিতির উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল্লাহ তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সমিতির প্রাক্তন সভাপতি অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশীদ মোল্লা, সমিতির উপদেষ্টা ও সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম (বার), সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও জালালাবাদ গ্যাস সিলেটের ব্যবস্থাপক প্রকৌশলী একেএম জসীম উদ্দিন ভ্ইুয়া, নুরজাহান হাসপাতালের চেয়ারম্যান ডা. নাসিম হোসাইন, এনএসআই এর সাবেক কর্মকর্তা হাজী এম. এ সাত্তার প্রমুখ। শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লা সমিতির আজীবন সদস্যদের ছেলে-মেয়েদের মাঝে পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত ১৫৯ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজ বন্ড দেওয়া হয়। ২য় অধিবেশনে বার্র্ষিক সাধারণ সভায় সমিতির আগামী ২ বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সমিতির সভাপতি হিসেবে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. আবেদ হোসেন, সিনিয়র সহ সভাপতি জালালাবাদ গ্যাস সিলেটের ব্যবস্থাপক প্রকৌশলী একেএম জসীম উদ্দিন ভ্ইুয়া, সহ-সভাপতি সিলেট সরকারি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল প্রফেসর কাজী আতাউর রহমান, সহ-সভাপতি মেডিকেল অফিসার ডা. নজরুল ইসলাম খান, শাবিপ্রবির সহযোগী অধ্যাপক ডা. তৌফিক মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মোঃ সাজিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ড. মনিরুল ইসলাম সোহাগ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের রেজিষ্ট্রার মোঃ সেলিম, বাহার এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. মহসিন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে আয়কর আইনজীবী, হেড অডিট ও হিসাব লিডিং ইউনির্ভাসিটি ও রাগীব রাবেয়া ফাউডেন্ডশন মো. কবির আহমদ, ব্যবসায়ী মোঃ আব্দুল হালিম মোল্লা, সড়ক ও জনপদ বিভাগের (অব:) এবিএম বাচ্চু মিয়া, অর্থ সম্পাদক জালালাবাদ গ্যাসের উপ-ব্যবস্থাপক মোঃ নুরুল ইসলাম, সহ অর্থ সম্পাদক জালালাবাদ গ্যাসের হিসাব কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, সাহিত্য সম্পাদক দৈনিক দেশপ্রান্তর এর প্রধান সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সহ-সাহিত্য সম্পাদক মোঃ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক ব্যবসায়ী মোঃ শাহাজাহান সাজন, সহ দপ্তর সম্পাদক এটিএম ওয়াহিদ্জ্জুামান মাসুদ, প্রচার সম্পাদক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক গাজী মো. জহিরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক মো. মাহবুব, সহ-ক্রীড়া সম্পাদক মো. ইসমাইল মুন্সি, সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন চৌধুরী, সহ সমাজকল্যাণ সম্পাদক আব্দুল হক সহ আরো ১৪ জন কার্যনির্বাহী সদস্য সহ ৪১ জন ও ২১ জন উপদেষ্টামন্ডলীর নাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি