সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, আন্তর্জাতিক মান পরিপন্থি ও মানবাধিকার বিবর্জিত কালো আইন তৈরী করে ক্ষমতাসীন অবৈধ আওয়ামী সরকার কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজ দলের কতিপয় সুবিধাভোগীদের নিয়ে পরিচালিত ত্র“টিপূর্ণ বিচারে জামায়াতকে নেতৃত্বশূন্য করার হিং¯্র খেলায় মেতে উঠেছে। বিচারপ্রার্থীদের সর্বশেষ আশ্রয়স্থল খ্যাত মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগ কর্তৃক রিভিউ আপীল খারিজের ঘটনায় জাতি বিস্মিত হয়েছে। কথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া নিয়ে দেশী-বিদেশী আইনজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো বারবার প্রশ্ন তোলা সত্ত্বেও সরকার গায়ের জোরে জননেতা মুজাহিদকে বিচারের নামে হত্যার চূড়ান্ত পথে হাটছে। কথিত বুদ্ধিজীবী হত্যায় জড়িত থাকা সন্দেহে জামায়াত সেক্রেটারীর বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় দেয়া হলেও কখন কাকে হত্যা করেছেন কারো নাম বা সুনির্দিষ্ট প্রমান ট্রাইব্যুনাল প্রমাণ করতে পারে নি। এ রকম একটি স্পর্শকাতর ঘটনায় শুধুমাত্র কতিপয় বানানো ভুয়া সাক্ষ্যের ভিত্তিতে কারো বিরুদ্ধে মৃত্যুদন্ড দেয়া তো দূরের কথা একদিনের সাজাও প্রদান করা যায় না। শুধুমাত্র আদর্শিক কারণে জামায়াতের সেক্রেটারী জেনারেল সাবেক সফল সমাজকল্যাণমন্ত্রী ও বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে হত্যার ষড়যন্ত্র জাতি মেনে নিবেনা। বিচারের নামে নিরীহ নেতৃবৃন্দকে হত্যা করে এদেশে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা বন্ধ করা যাবে না। অবিলম্বে এই রায় বাতিল করে আলী আহসান মুজাহিদ সহ সকল জাতীয় নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দিন। ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে জামায়াত কেন্দ্র আহূত বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল সফলের জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।
গতকাল বুধবার জামায়াতের সেক্রেটারী জেনারেল সাবেক সফল সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মুজাহিদ-এর বিরুদ্ধে কথিত মানবতাবিরোধী ট্রাইব্যুনালের দেয়া ন্যায়ভ্রষ্ট মৃত্যুদন্ডাদেশের রায়ের বিরুদ্ধে আপীল বিভাগে দায়েরকৃত রিভিউ আপীল খারিজ ও রায় বহাল রাখার প্রতিবাদে নগরীর বিভিন্ন স্থানে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে সিলেট মহানগর জামায়াত। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। নগরীর সোবহানীঘাট, শিবগঞ্জ, সুবিদবাজার সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী মো: শাহাজাহান আলী, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মু. আজিজুল ইসলাম, মশাহিদ আহমদ, মাহমুদুর রহমান দিলোয়ার, মাওলানা আব্দুল লতিফ, সুলতান আহমদ ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর সেক্রেটারী মাসুক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি