মদীনাতুল খাইরী আল ইসলামীর উদ্যোগে অসহায় গরীব দরিদ্র ও দুস্থদের মধ্যে প্রায় ৩২০০ কম্বল, ৩০০ টি সুয়েটার, ৬৫ টি টিউবওয়েল, ১০০ টি ঘর, ১০০ টি লেপ, ২০০ টি ফ্যামেলী শীত বস্ত্রের ব্যাগ ও ২০০০ চক্ষু রোগীকে ফ্রি চক্ষু শিবির অপারেশন সহ সেবা করার মহান উদ্যোগকে সামনে নিয়ে মদীনাতুল খাইরীর চেয়ারম্যান বাংলাদেশ খেলাফত মজলিসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবী মাওলানা ফয়েজ আহমদ এক সপ্তাহের কর্মসূচী নিয়ে গত ২৪ ডিসেম্বর বুধবার একটি এয়ার ফ্লাইটে দেশে এসে পৌঁছেন। অসহায়দের সহযোগিতায় ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার হবিগঞ্জ, কিশোরগঞ্জের গরীব-অসহায়দের মধ্যে শীত বস্ত্র, কম্বল বিতরণ ও টিউবওয়েল, ঘর নির্মাণ করেন। ২৬ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ খেলাফত মজলিসের ৫ম সাধারণ পরিষদের অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। বিকালে কমলাপুর ফেরীঘাট এলাকায় অসহায়দের মধ্যে শীত বস্ত্র ও কম্বল বিতরণ করেন। ২৭ ডিসেম্বর শনিবার কুমিল্লায় মুরাদপুর এলাকায় গরীবদের মধ্যে শীত বস্ত্র, কম্বল, ১২ টিউবওয়েল ও ২ টি ঘর নির্মাণ করেন। বেলা ২ টা ৩০ মিনিটের সময় নিজ দলের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস মরহুম মাওলানা নেজাম উদ্দিন এর জানাযার নামাজে হবিগঞ্জের বাহুবল এলাকার পুটিজুড়ি হাইস্কুল মাঠে অংশগ্রহণ করেন এবং মরহুমের ফ্যামেলীর সদস্যদের আর্থিক সহযোগিতা প্রদান করেন। ২৮ ডিসেম্বর রবিবার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় অসহায় গরীবদের মধ্যে শীত বস্ত্র ও কম্বল বিতরণ করেন। বিকাল ৫টায় সিলেট মহানগর ও জেলার অসহায় গরীবদের মধ্যে নগরীর একটি কমিউনিটি সেন্টারে প্রায় ৭০০ পিছ কম্বল ও ১২ টি টিউবওয়েল বিতরণ করেন। ২৯ ডিসেম্বর সোমবার মদীনাতুল খাইরীর চেয়ারম্যান মাওলানা ফয়েজ আহমদের নিজ উপজেলায় জগন্নাথপুর নিজের প্রতিষ্ঠিত হবিবপুর মাদ্রাসায় উক্ত উপজেলার প্রায় সকল গরীব, অসহায়দের মধ্যে কম্বল, সুয়েটার, ঘর নির্মাণ, টিউবওয়েল স্থাপন, লেপ, ফ্যামেলীর শীত বস্ত্রের ব্যাগ, ২০০০ চক্ষু রোগীদের বিনামূল্যে অপারেশন সহ চক্ষু সেবা প্রদান ও নগদ ৬ লক্ষ টাকা বিতরণ করেন। এসব শীত বস্ত্র টিউবওয়েল ঘর সহ যাবতীয় সামগ্রী বিতরণকালে প্রতিটিতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসব বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফয়েজ বলেন, মদীনাতুল খাইরী যুক্তরাজ্যস্থ একটি সেবামূলক প্রতিষ্ঠানের নাম। আমি উক্ত প্রতিষ্ঠানের একজন খাদেম মাত্র। আমি চাই অসহায় গরীব-দুস্থদের সহযোগিতায় নিজেকে উৎসর্গ করে দিতে চাই। মদীনাতুল খাইরী প্রায় কয়েক বছর ধরে শুধু দেশের কল্যাণে নয়, বিশ্বের প্রায় ১৩ টি দেশে সেবামূলক কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় এবারও মদীনাতুল খাইরী দেশের দরিদ্র মানুষের কল্যাণে এগিয়ে আসছে। ইনশাআল্লাহ আগামী দিনেও মদীনাতুল খাইরী এসব কল্যাণে এগিয়ে আসবে। যেদিন সমাজের প্রতিটি মানুষকে দরিদ্র থেকে মুক্ত করতে পারবো সে দিনই আমার আশা-আকাংখা পূর্ণতা পাবে।
উক্ত সব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক-এর ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা রেজাউল করিম জালালী, মদীনাতুল খাইরীর সদস্য মাওলানা ইকবাল হোসেন, মাওলানা বদিউজ্জামান, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা শরীফ আহমদ, আলহাজ্ব মাওলানা এমরান আলম, মাওলানা আরিফুল হক ইদ্রিস, হাফিজ জয়নুল ইসলাম, সৈয়দ মাওলানা শাহিদ আহমদ, মাওলানা সৈয়দ মুনসিফ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি