আল-হেলাল, সুনামগঞ্জ থেকে :
ছাতক ও তাহিরপুর সীমান্ত থেকে ১০ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মদ ও কয়লা জব্দ করেছে বিজিবি। বিজিবি ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার ভোররাতে ভারত থেকে চোরাচালানীরা বিপুল পরিমাণ মদের চালান এনে ছাতক উপজেলা সীমান্তের নোয়াকুট মাঠে মজুদ রাখে। এ সময় অভিযান চালিয়ে ৬শ ৭৬ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ, বিয়ারসহ বিভিন্ন ব্যান্ডের মদ জব্দ করা হয়। যার মূল্য ১০ লক্ষ ১৪ হাজার টাকা। অন্যদিকে তাহিরপুর উপজেলার বাগলী সীমান্তের জঙ্গলবাড়ি এলাকা দিয়ে জয়ধর আলী, নজরুল ইসলাম, হাছান মেম্মার, আলকাছ মেম্বার ও কুদ্দুস মিয়া, লালঘাটের জয়নাল মিয়া, সাত্তার মিয়ার নেতৃত্বে ভারত থেকে বিপুল পরিমাণ কয়লা পাচারকালে ২ মেট্রিক টন কয়লা জব্দ করা হয়। যার মূল্য ১৬ হাজার টাকা। সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।