স্টাফ রিপোর্টার :
নগরীর দু’টি স্থান থেকে দুর্বৃত্তরা ১৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ সময় ছিনতাইকারীরা গাড়ি ভাংচুর ও ফাঁকা গুলি বর্ষণ করেছে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একজন এএসআই গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টার দিকে নগরীর মেন্দিবাগ এলাকা থেকে আরএকে পেইন্টস কোম্পানীর ১৩ লাখ টাকা ও দুপুরে মজুমদারী এলাকায় এক ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই করে পালিযে যায় দুর্বৃত্তরা।
জানা গেছে, গতকাল বিকেলে আরএকে কোম্পানীর ১৩ লাখ টাকা নিয়ে কোম্পানীর ম্যানেজার সৈয়দ ফয়ছল আহমদ ঢাকা মেট্রো-গ-৩৩-২৯১০ নম্বরের কারযোগে সোবহানীঘাট এলাকাধীন স্টেইট ব্যাংক অব ইন্ডিয়ায় যাচ্ছিলেন। ব্যাংকের গার্ড জালাল উদ্দিন তার সাথে ছিলেন। মেন্দিবাগ জামে মসজিদের সামনে আসামাত্র দুই দিক থেকে দু’টি মোটর সাইকেলযোগে ৪ যুবক গাড়ির গতিরোধ করে এবং তৎক্ষণাৎ আরো ১৫/২০ জন যুবক এসে গাড়ির গ্লাস ভাংচুর করে এবং ফাঁকা গুলি ছুড়ে। এ সময় ব্যাংকের গার্ড জালাল উদ্দিন সাথে থাকা বন্দুক বের করলে ছিনতাইকারীরা তা ছিনিয়ে নেয় এবং ড্রাইভার ও পেইন্টস্ কোম্পানীর ম্যানেজারকে পিস্তল ঠেকিয়ে কাপড়ের ব্যাগ ভর্তি টাকা নিয়ে পালিয়ে যায়। কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনার সাথে গাড়ির ড্রাইভার ও ব্যাংকের গার্ড জড়িত থাকার ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
এদিকে, নগরীর মজুমদারীতে এক ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। গতকাল রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে আরিফ নামের বিমানবন্দর থানার এক এএস আই আহত হয়েছেন। তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, যতরপুর এলাকার বাসিন্দা মোঃ লোকমান আহমদ বেলা ১টার দিকে প্রাইম ব্যাংকের দরগা গেইট শাখা থেকে ৫ লাখ টাকা উত্তোলন করেন। এ টাকাসহ সিএনজি (নম্বর সিলেট-ট-১২-৮৫৪৫) চালক জীবন আহমদকে নিয়ে এয়ারপোর্ট এলাকায় যাচ্ছিলেন। মজুমদারী বায়তুল জান্নাত জামে মসজিদের সম্মুখে আসামাত্র দুটি পালসার মোটর সাইকেলযোগে ৫ ছিনতাইকারী তার গতিরোধ করে এবং অস্ত্রের মুখে তার সিএনজির সিটের নিচে রাখা অর্থ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় সেখানে দায়িত্বরত বিমানবন্দর থানার এএসআই আরিফ তাদের ওপর ঝাঁপিয়ে পড়লে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
এডিসি (মিডিয়া) রহমত উল্যাহ ৫ লাখ ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাহসিকতার সাথে এএসআই আরিফ ছিনতাইকারীদের প্রতিরোধের চেষ্টা করলে স্থানীয় লোকজনের অসহযোগিতার কারণে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। রক্তাক্ত অবস্থায় এ এসআই আরিফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিএনজি চালক জীবন আহমদকে আটক করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।