স্কাউটসদের দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে হবে – বদরুল ইসলাম শোয়েব

18

বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের উদ্যোগে ‘আমরা বড় হবো’ শীর্ষক প্রথম আঞ্চলিক কাব ক্যাম্পুরী ২০১৪ এর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব বলেছেন- শিক্ষার্থীদের মানসিক, শারীরিক, বুদ্ধিভিত্তিক বিকাশ ও সামাজিক দায়িত্ব পালনে সচেতন করে তোলার ক্ষেত্রে স্কাউটসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্তমানবতার সেবা ও পাঠ্যবইয়ের শিক্ষা ছাড়াও ছেলেমেয়েদের দক্ষ করে ও যোগ্য আদর্শ নাগরিক হিসেবে করে গড়ে তোলাও এই সংগঠনের উদ্দেশ্য।
গতকাল রবিবার গোলাপগঞ্জের লক্ষণাবন্দের আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।
বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের কোষাধ্যক্ষ স ব ম দানিয়ালের সভাপতিত্বে এবং বাংলাদেশ স্কাউটসের পরিচালক বিলকিস বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কাউটস ডিআরসি স্পেশাল ইভেন্টের সিরাজুল ইসলাম, সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল কাদের হাসনাত। বিজ্ঞপ্তি