বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্র সচিব শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম ও সাবেক সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক এক যুক্ত বিবৃতিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেটের কৃতি সন্তান শাহ এম. এস কিবরিয়া হত্যাকান্ডকে আওয়ামীলীগ যেভাবে রাজনৈতিক ভাবে রূপান্তরিত করেছে তাতে সমগ্র সিলেটবাসী ক্ষুব্ধ হয়েছে। নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগ নেতৃবৃন্দের বুঝা উচিত ছিল আরিফুল হক চৌধুরী সিলেটের জনগণের বিপুল ভোটে নির্বাচিত মেয়র, তার উপর এ ধরনের অন্যায় প্রতিহিংসা মূলক আচরণ সিলেটের জনগণকেই অবজ্ঞা করার শামিল। এ ধরনের অন্যায়ের কাছে সিলেটের জনগণ কখনোই মাথা নত করবে না। নেতৃবৃন্দ অবিলম্বে মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপি নেতৃবৃন্দের উপর দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে রাজনৈতিক প্রতিহিংসা থেকে সরে আসার জন্য আওয়ামী নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি