ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে মানববন্ধনকে কেন্দ্র করে আ’লীগ দু’গ্র“পের সংঘর্ষে গুলিবিদ্ধসহ শতাধিক লোক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের খাসগাঁও বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত গুলিবিদ্ধসহ ১৫জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের কৈতক হাসপাতালসহ স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। জানা যায়, সিংচাপইড় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মো. সাহেলের বিরুদ্ধে ইউনিয়নের ২, ৫ ও ৮নং ওয়ার্ড সদস্যদের উপর হামলা, দায়িত্ব পালন ও উন্নয়ন কাজে বাধা দেয়ার প্রতিবাদে বুধবার ৩টি ওয়ার্ডবাসির ব্যানারে খাসগাঁও বাজারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষ পর্যায়ে ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মো. সাহেলের সমর্থকরা বেশ কিছু মোটসাইকেল নিয়ে মহড়া দিলে এলাকায় উত্তেজনা তৈরি হয়। কিছু সময় পরই আ’লীগের এমপি মুহিবুর রহমান মানিক গ্র“প ও পৌরসভা মেয়র আবুল কালাম চৌধুরী গ্র“পের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় বাজারের ব্যবসায়িরা দোকান-পাঠ বন্ধ করে দেয়। খবর পেয়ে জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাটিচার্জের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ১৩ রাউন্ড রাবার বুলেট ও ১৩ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে বলে পুলিশ জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোকজন জানান, সংঘর্ষে দেশীয় অস্ত্রের পাশাপশি বেশ কয়েক রাউন্ড গুলাগুলি হয়েছে। প্রায় ঘন্টাব্যাপী এ সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত আবদুল কাহার (৪০), নাজমুল ইসলাম (৩৮), দিলোয়ার হোসেন (২৫), ইউপি সদস্য আজিজুর রহমান শান্ত (৩৫), আমিনুর রহমান (২৪), হাবিবুর রহমান (২৬), নুর উদ্দিন (৫৫), ফয়জুল আলম (৫০), তাজমুল (১৫), সেলিম আহমদ (৩০), লিটন (২২), জয়নুল (২৩), হামজা (১৬), রহমত আলী (৭০) ও লুৎফুর রহমান (৬০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে অন্যান্য আহতরা হলেন, নিজাম উদ্দিন (৫৩), সেলিম আহমদ (৩২), জুবেদ (২৫), সুজন মিয়া (২৫), আনোয়ার আলী (৩০), রাজু আহমদ (২৫), সিরাজুল ইসলাম (২৬), বাবুল মিয়া (৩০), সামছ উদ্দিন (২০), আবদুল খালিক (৪০), সুমন আহমদ (২৫), রুবেল মিয়া (২২), আজিজুর রহমান (৪৩), রুবেল মিয়া (২৪), তারিক মিয়া (২২), আলিম (২০), বুলবুল (২০), জীবন (৩৫), মিজানুর রহমান (২৫), ফজর আলী (৪০), কামাল উদ্দিন (২৭), জয়নুল (২২), রশিক আলী (৪৫), সৈয়দ আলী (৮০), হুমায়ূন (১৬), ওসমান আলী (৪০), রজব আলী (৪০), আবদুল কাদির (৫০), মুক্তার হোসেন (৩০), শুকুর আলী (৭০), ফয়াজ উদ্দিন (২০), ছায়াদ মিয়া (৩৫), আবদুল কাইয়ূম (৩০), শাহজাহান (৩৫), হেলাল (২০), মনসুর (১৮), রুবেজ (১৬), মাহমুদ আলী (৫০), নূর উদ্দিন (৪০), মাসুক মিয়া মেম্বার (৪৫), আমিনুর রহমান (৪০), ইসরাকুল (২৮), ফয়ছল (৩০), জহিরুল (২৫), আয়নাল হক বাচ্চু (৩৫), আমির উদ্দিন (৩২), পারভেজ (৪০), রোকেশ (৪২), রইছ উদ্দিন (৩৫), সাজু (২৫) সহ দু’পক্ষে কমপক্ষে শতাধিক লোক আহত হয়েছেন। এদেরকে কৈতক হাসপাতালে ভর্তি ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে ইউপি সদস্য আজিজুর রহমান শান্ত তার বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা করেছে বলে অভিযোগ করলে অপর পক্ষে হামলার বিষয়টি অস্বীকার করে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন।