জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ থেকে :
প্রায় আড়াইশত বছরেরও বেশী সময় ধরে ঐতিহ্যবাহী ‘পলো বাওয়া’ উৎসব পালন করে আসছেন বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের লোকজন। আনন্দঘন পরিবেশে গতকাল সোমবারও গ্রামের বড় বিলে চিরায়ত বাংলার পুরানো এই ঐতিহ্যবাহী বার্ষিক পলো বাওয়া পালন করেছেন তারা।
প্রতি বছর পৌষের পহেলা সপ্তাহে (৮পৌষ) ওই বিলে ‘পলো বাইছ’ উৎসবের জন্যে গ্রামের প্রায় দুই শতাধিক পরিবারের আত্মীয় স্বজন জড়ো হয়ে থাকেন। এবারও এর ব্যাতিক্রম হয়নি, তাদের আত্মীয় স্বজনসহ প্রবাসীরাও এ উৎসবে সামিল হতে দেশে এসেছেন। ছেলে, বুড়ো সকলের সঙ্গে তারাও (প্রবাসীরা) দেশীয় পলো, জাল, ঠেলা জাল, হাতা জাল ইত্যাদি নিয়ে বড় বিলে মাছ ধরায় মেতেছিলেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিলে মাছ শিকারে তাদের অনেকেই বোয়াল, ষোল, গজার, কার্পু, কালিবাউস, মাগুর, রুই মাছসহ বিভিন্ন জাতের মাছ ধরেছেন এবং আনন্দের সঙ্গে বাড়ি ফিরেছেন।
গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল জব্বার, জাহির আলী, ইছহাক আলী বলেন, পাকিস্তান আমলর (আমলের) আগ তনে (পূর্বে থেকে) আমরার বাপ-দাদা এরা (বাপ-দাদারা) ফলোদি (পলো) মাছ মাইরা (শিকার) আইরা (করে আসছেন)। তারা বলেন, প্রায় আড়াই বছরেরও বেশী ময় ধরে ওই বিলে ‘পলো বাওয়া’ উৎসব পালন করে আসছেন তারা।
যুক্তরাজ্য প্রবাসী রেহাত আহমদ ও ইউনুছ আলী বলেন, আমরা (পর্তি বইচ্চর) প্রত্যেক বছর দেশ (দেশে) আইতাম (আসতে) পারিনা, (এর লাগি) এ জন্যে এখ (এক) বইচ্চর (বছর) বাদে বাদে (পরপর) আই (আসি)। মাছ মারা (মাছ ধরা) আমরার খুব ভালা-ওউ (খুবই ভালো) লাগে।