সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, আমরা এখন স্বাধীনতার সুফল ভোগ করছি। ১৯৭১ সালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে লাল সবুজ খচিত পতাকা ও একটি স্বাধীন দেশ পেয়েছি। ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ দেশ আজ সবকিছুতেই স্বয়ংসম্পূর্ণ। বিশেষ করে শিক্ষা, কৃষি ও বিদ্যুতের ক্ষেত্রে বিপ্লব সাধিত হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
তিনি গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। বিকেল ৫টায় হাটখোলা ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও যুব শ্রমিক লীগ আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সাবেক চেয়ারম্যান হাজী মশাহিদ আলী সভাপতিত্বে, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনওয়ার হোসেন লিটু ও মহানগর ছাত্রলীগ নেতা মাছুম আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নাজমুল আলম রুমেল, কেন্দ্রীয় আওয়ামী প্রজন্ম লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খালেদ আহমদ ওসমানী, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ, ছাত্রলীগ নেতা ইকলাল আহমদ, নূরুদ্দীন, মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা রিংকু চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রজন্মলীগ নেতা সৈয়দ কাওছার আহমদ, আমিরুল হক।
এদিকে সন্ধ্যা ৬টায় সফির উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বিদ্যুৎ সপ্তাহ ২০১৪ উপলক্ষে বাংলাদেশ স্কাউটস সদর উপজেলা ৩য় জাতীয় বিদ্যুৎ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সফির উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাবেক অধ্যক্ষ বজ্র গোপাল চৌধুুরী, স্কাউট সমন্বয়কারী স্বপন চন্দ্র নাথ, সফির উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, শিক্ষক খলিলুর রহমান, বিশিষ্ট মুরব্বি শওকত আলী, ছলিম উল্লাহ, আসহাব উদ্দিন, জামাল উদ্দিন, আনোয়ারুল হক, কাচা মিয়া কচির। উপস্থিত ছিলেন ছাত্রনেতা ইকলাল আহমদ, জুবায়ের আহমদ, রুমান মিয়া, লিয়াকত আলী, দুলাল, মিলাদ, কাওছার, রুবেল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কাউট জেলা সমন্বয়কারী এমদাদুল হক সিদ্দিকী। পরে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ মদিনা মার্কেট সংলগ্নে বঙ্গবন্ধু ব্লক, মদিনা মার্কেট শাখা আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি