করোনার টিকা আজ সিলেট আসছে, পরিমাণ এখনও জানা যায়নি

20

কাজিরবাজার ডেস্ক :
মহামারি করোনা ভাইরাসের ভ্যাকসিন গতকাল শনিবার সিলেটে আসার কথা ছিল। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও গ্রহণ করা হয়েছিল। কিন্তু শনিবার সিলেটে ভ্যাকসিন তথা টিকা আসে নি। এর পরিবর্তে আজ রবিবার সিলেটে টিকা এসে পৌঁছাবে।
এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি জানান, শনিবার টিকা আসার কথা ছিল। কিন্তু শুক্রবার জানা যায় যে, শনিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না। যেহেতু টিকা একটি নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়, সেহেতু বিদ্যুতের প্রয়োজন। এজন্য টিকা না পাঠাতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। এর পরিবর্তে আজ টিকা আসবে সিলেটে।
এদিকে, কী পরিমাণ টিকা সিলেটে আসবে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি সংশ্লিষ্টরা। সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, টিকার পরিমাণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
এদিকে, টিকা সংরক্ষণের জন্য সিভিল সার্জনের ইপিআই স্টোরকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া টিকাকেন্দ্র হিসেবে প্রাথমিকভাবে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপতাল, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও সিলেট সিটি করপোরেশন কর্তৃক পরিচালিত বিনোদিনী হাসপাতালকে নির্ধারণ করা হয়েছে।