বিড়িতে ট্যাক্স কমানোর দাবিতে বিড়ি ভোক্তা পক্ষ সিলেট অঞ্চলের মানববন্ধন

45
বিড়িতে ট্যাক্স কমানোর দাবিতে বিড়ি ভোক্তা পক্ষ সিলেট অঞ্চলের উদ্যোগে মানববন্ধন।

ভোক্তা অধিকার রক্ষার লক্ষ্যে ভোক্তা পক্ষের গরীব ও মেহনতি মানুষের বিড়িতে ট্যাক্স কমানোর দাবিতে বিড়ি ভোক্তা পক্ষ সিলেট অঞ্চলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭ মে সিলেট নগরীর ধোপাদীঘিরপারস্থ হাফিজ কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন হয়। ভোক্তা ফেডারেশনের সেক্রেটারি জাকির হোসেনের পরিচালনায় সভাপতির বক্তব্যে বিড়ি ভোক্তা ফেডারেশনের সভাপতি মো. মশিয়ার রহমান খান বলেন, ২০১৯ -২০ অর্থ বছরে বিড়ির উপর অতিরিক্ত কর আরোপ না করে বরং কর কমাতে হবে এবং বিড়ি শ্রমিকদের নায্যমূল্য নির্ধারণের দাবী তুলে ধরেন। তিনি আরো বলেন প্রতিবছর বাজেট আসলে আমাদের মত বিড়ি ধূমপায়ীদের আন্দোলন সংগ্রাম করতে হয়। আর সে আন্দোলন সিগারেটের বিরুদ্ধে। কারন আমাদের দেশের কিছু আমলা প্রতিবছর বাজেট আসলে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর কাছে বিক্রি হয়ে যায় আর সিগারেটের কর কমিয়ে বিড়ির উপর অতিরিক্ত কর বাড়িয়ে বিড়ি শিল্পকে বন্ধ করে দিতে চান। তাই এই মানববন্ধনে আপনাদের মাধ্যমে বিএটির দালালদের হুঁশিয়ার করে দিতে চাই আপনাদের এই স্বপ্ন কোনদিনও পূরণ হবে না। কারণ এই বিড়ি শিল্পে দেশের খেটে খাওয়া গরীর দুঃখী মেহনতী মানুষ জড়িত যাদের পাশে বঙ্গবন্ধু ছিল এবং এখনও তার সুযোগ্যকন্যা জননেত্রী শেখ হাসিনা আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ অর্থ বছরে বাজেট অধিবেশনে বলেছিলেন বিড়ির উপর কোন ট্যাক্স বাড়ানো হবে না বিড়িকে কুটির শিল্প ঘোষনা করতে হবে।আমরা প্রধানমন্ত্রীর ঘোষনার বাস্তবায়র চাই। সাথে সাথে বহুজাতিক কোম্পানি বিএটির বেনসন সহ সকল সিগারেটের কর বৃদ্ধির জোর দাবী জানাচ্ছি।
উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক গনেশ আচার্য্য, সদস্য দুখু মিয়া, জাবেদ হোসেন, বাচ্চু রায়, আনছার আলী, সোহাগ আহমদ, খোকন মিয়া, দুলাল মিয়া, রুবেল আহমদ, শফিক মিয়া, শাহাদত সহ প্রমুখ। বিজ্ঞপ্তি