শিক্ষার মান উন্নয়নে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে – সুনামগঞ্জ জেলা প্রশাসক

29

জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, শিক্ষার মান উন্নয়নে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষার অন্তরায় সমস্ত সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ সহ প্রত্যেক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিও নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, অভিভাবকদেরকে সচেতন করতে হলে প্রত্যেক বিদ্যালয়ে মা সমাবেশ করতে হবে। উপস্থিত গণ্যমান্যদের দাবীর প্রেক্ষিতে জেলা প্রশাসক প্রত্যেক বিদ্যালয়ে বিশুদ্ধ খাবার পানি ও স্বাস্থ্য সম্মত টয়লেট নির্মাণের করার কথাও ঘোষনা দেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জামালগঞ্জ পরিষদের সম্মেলন কক্ষে উপজেলায় সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা গুলো বলেন। পরে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ভূমি অফিস, জামালগঞ্জ থানা, স্থানীয় সাচনা বাজার, জামালগঞ্জ সদর ইউনিয়ন, একটি উন্নয়ন প্রকল্প, একটি দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিদর্শন করেন। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শফি কামাল উপজেলা ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ, হাফিজা আক্তার দিপু, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাচনাবাজারের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, আ’লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, থানার অফিসার ইনচার্জ মো: আতিকুর রহমান, উপজেলার সরকারী কর্মকর্তা বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।