চল না সে পথে

55

মিজানুর রহমান মিজান

অন্ধকার আলো
মন্দ ভালো
সুপথে চলো
জীবন মহিয়ান।

এ ভূ-মন্ডলে
দু’চক্ষু মুদিলে
কিছু না মিলে
বেতালে চলমান।
কবর দেশে
অন্ধকারে মিশে
রবে অবশেষে
ভয় ডর কুলমান।

আজ ভাবিলে
সঞ্চয় করিলে
বাণিজ্যে লভিলে
খেল তামাশায় আগুয়ান।

ফিরে পাবে না
রবে অজানা
শেষ ঠিকানা
মাটিতে ভাসমান।