মালিক-শ্রমিক সবাই এক আল্লাহর গোলাম এই নীতি মেনে চললে শ্রমিক অঙ্গনে ইনসাফ কায়েম হবে – আব্দুল মতিন

51

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট বিভাগীয় সেক্রেটারী শ্রমিকনেতা আব্দুল মতিন বলেছেন, মালিক-শ্রমিক সবাই এক আল্লাহর গোলাম। এই নীতির ভিত্তিতে ঔক্যবদ্ধ হলে শ্রমিক অঙ্গনে ইনসাফ কায়েম হবে। শ্রমিক নির্যাতন বন্ধ হবে এবং মালিক-শ্রমিক বৈষম্য থাকবে না। তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ইসলামী আদর্শের ভিত্তিতে শ্রমনীতি বাস্তবায়ন অপরিহার্য। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে মালিক-শ্রমিক উভয়েই লাভবান হবে।
তিনি গতকাল সোমবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারী সারওয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা সভাপতি মোঃ মুমিনুজ্জামান, সহ-সভাপতি শাহ মোহাম্মদ লোকমান, গোয়াইনঘাট উপজেলা সভাপতি আবুল হোসেন মাস্টার, সেক্রেটারী সিরাজ উদ্দিন, কানাইঘাট উপজেলা সভাপতি হাফিজ তাজ উদ্দিন, সেক্রেটারী হাসান আহমদ, জৈন্তাপুর উপজেলা সভাপতি আনওয়ারুল আম্বিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি আবু জাফর দোলন, জকিগঞ্জ উপজেলা সেক্রেটারী একে আজাদ, শ্রমিকনেতা ইমরান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি