সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী‘র নাম সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকান্ড‘র সম্পূরক চার্জসিট থেকে বাদ দেয়ার দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচী (১৮ ডিসেম্বর) বৃহম্পতিবার সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সংহতি সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল রবিবার দুপুরে কাউন্সিলর হল রুমে সিলেট সিটি কর্পোরেশন(সিসিক) কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট পেশাজীবী পরিষদ‘র সদস্য সচিব সংবাদিক নুরুল ইসলাম‘র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট পেশাজীবী পরিষদ‘র আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ লেঃ কর্ণেল (অব:) আতাউর রহমান পীর, নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, ২নং ওয়ার্ড কাউন্সিলর রাজিক মিয়া, ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল¬ুর রহমান উজ্জ্বল, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর দিলওয়ার হোসেন সজীব, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ২৩ নং কাউন্সিলর মোস্তাক আহমদ, প্যানেল মেয়র এডভোকেট রোকশানা বেগম শাহনাজ, মহিলা কাউন্সিলর দীবা রাণী দে বাবলী, রেবেকা বেগম রেনু, সিলেট পেশাজীবি পরিষদ‘র যুগ্ম আহবায়ক ও শাবিপ্রবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোজাম্মেল হক, বিশ্ব বাংলা‘র সম্পাদক বিশিষ্ট কলামিষ্ট কবি মুহিত চৌধুরী, এস আর ক্যাপিটের চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী, আম্বরখানা ব্যবসায়ী আব্দুল মান্নান পুতুল. জমিয়তে উলামা কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি হাবীব আহমদ শিহাব, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, রূপসী বাংলা ইনভেষ্টর প্র“পের চেয়ারম্যান সামছুল ইসলাম, যুব কল্যাণ ফেডারেশন‘র চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমান, রিক্রাা মালিক ঐক্য পরিষদ‘র সভাপতি মখলিছ মিয়া, শ্রমিক নেতা আলাউদ্দিন সদাগর, রহমত আলী তারেক, জাফর আহমদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে প্যানেল মেয়র সালেহ আহমদ চৌধুরী বলেন, আমি পেশাজীবী পরিষদ নেতৃবৃন্দের কাছে কাউন্সিলরদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের চলমান আন্দোলন সংগ্রামকে বেগবান করতে আন্দোলন সংগ্রামের কর্মসূচি ঘোষণা করায়। আরিফুল হক চৌধুরী সিলেট উন্নয়ন যে ভূমিকা রেখেছেন তা সিলেটবাসী তথা দেশবাসী আবলোকন করেছেন। আমরা সকল মিলে আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে সিলেটের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। আপনাদের সংহতি সমাবেশর সাথে আমরা একাত্মতা পোষণ করছি এবং আমাদের পক্ষে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
সিলেট পেশাজীবী পরিষদ‘র আহবায়ক লেঃ কর্ণেল (অব:) আতাউর রহমান পীর কাউন্সিলরবৃন্দ পেশাজীবী পরিষদ‘র আহবানে সাড়া দিয়ে মতবিনিময় সভায় উপস্থিত হয়ে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী ১৮ ডিসেম্বর‘র সংহতি সমাবেশ সফল করতে সিলেটবাসীর প্রতি উদাত্ত আহবান জানান। বিজ্ঞপ্তি