গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনে জামায়াত আমির নিয়ে দ্বন্দ্ব ॥ মুক্তিযোদ্ধাদের বিজয় দিবস অনুষ্ঠান বর্জনের ঘোষণা

56

শহিদুর রহমান সুহেদ, গোলাপগঞ্জ থেকে :
গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের বিজয় দিবস অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। উপজেলা চেয়ারম্যানকে নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। জানা যায়, উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম অনুষ্ঠানে সম্পৃক্ত থাকায় বিজয় দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেয় মুক্তিযোদ্ধা কমান্ড। এ ব্যাপারে গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উপদেষ্টা জি এন চৌধুরী হুমায়ূন ও মহসিন আলী জানান আমরা জামায়াতকে সাথে নিয়ে তার কমান্ডে মহান বিজয় দিবসের মত অনুষ্ঠান করা সম্ভব নয়। উপজেলা প্রশাসনই জামায়াতকে নিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান পালন করুক। এ বিষয়টি নিয়ে গত ২ ডিসেম্বর লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার, সিলেট জেলা প্রশাসন, সিলেট জেলা ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ডকে জানিয়েছি। তবে মুক্তিযোদ্ধারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সামনে দিনভর অনুষ্ঠান মালার আয়োজন করেছেন বলে মুক্তিযোদ্ধা কমান্ডার সফিকুর রহমান জানিয়েছেন। এ নিয়ে উপজেলা জুড়ে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ ব্যাপারে নিশ্চিত হতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুল হকের সাথে যোগাযোগ করলে তিনি এ ষিয়টি স্বীকার করে বলেন মুক্তিযোদ্ধাদের অনেক বুঝানোর চেষ্টা করেছি কিন্তু তাদের অবস্থান থেকে তারা সরতে নারাজ। আমি উপজেলা মুক্তিযোদ্ধাদের বলেছি উপজেলা চেয়ারম্যান অনুষ্ঠানে থাকবেন না। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সাহেবকে বলেছি না থাকার জন্য।