খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি করবেন না – তথ্যমন্ত্রী

3

কাজিরবাজার ডেস্ক :
খালেদা জিয়াকে অসুস্থ রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা তার প্রতি অসম্মান জানানো হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি করবেন না।’
বুধবার (২৪ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম, ঢাকার (সিজেএফডি) নবনির্বাচিত পরিষদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন, এ কথা কে বলছেন’ প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রিজভী সাহেবসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা এটি বলছেন। কোনও ডাক্তার বা এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ বলেনি যে খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন। এখন ডাক্তারদের বাদ দিয়ে কি বিএনপির নেতারা চিকিৎসক হয়ে গেছেন? সরকার এখন বিএনপির নেতাদের প্রেসক্রিপশনে সিদ্ধান্ত নেবে কিনা, সেটিও একটি প্রশ্ন।’
খালেদা জিয়া একটু অসুস্থ হলেই অতীতের মতো বিদেশ পাঠানোর জিকির তোলার কারণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে ড. হাছান বলেন, ‘বিএনপি খালেদা জিয়াকে বিদেশের কথা বলে লন্ডনে পাঠাতে চায়, যেখানে তারেক জিয়া আছে। যাতে খালেদা জিয়া তারেক জিয়ার মতো দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হয়ে, সেখান থেকে রাজনীতি করতে পারেন। সে কারণেই তারা মেডিক্যাল বোর্ড গঠন করে খালেদা জিয়ার আসলে কী হয়েছে, সেটি পরীক্ষার কথা বলছেন না। তারা ঠিকই জানেন, সরকার খালেদা জিয়ার সঠিক চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।’
মন্ত্রী বলেন, ‘অবশ্য বিএনপির বিভিন্ন জনের মধ্যে এ নিয়ে সভা-সেমিনার করার একটা প্রতিযোগিতাও দেখা দিয়েছে। কারণ, তাদের পদ রক্ষা করতে হয়। খালেদা জিয়া, তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে হয়Íকে কত বেশি দৌড়াচ্ছেন। সেজন্য অনশন করছেন সেটি দেখাতে। তবে অনশনের সময় নয়াপল্টনে খাবারের দোকানে খুব ভালো বিক্রি হতে দেখা গেছে, এটিই বাস্তবতা।’
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর মন্তব্য ‘খালেদা জিয়াকে নিয়ে সরকারের উদ্দেশ্য রহস্যজনক’-এর জবাবে ড. হাছান বলেন, ‘আসলে খালেদা জিয়ার ব্যাপারে বিএনপির ভূমিকাটাই রহস্যজনক। সরকারের ভূমিকা অত্যন্ত স্পষ্ট। খালেদা জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসা সুবিধা বাংলাদেশে পান, সেটি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তারা যদি মনে করেন, দেশের বড় বড় চিকিৎসকদের নিয়ে খালেদা জিয়ার জন্য সর্বোচ্চ চিকিৎসা যাতে নিশ্চিত করা হয়, সেটিও সরকার করতে চায়। কিন্তু তাদের ভূমিকা রহস্যজনক। কারণ তারা খালেদা জিয়া যখনই অসুস্থ হন, তখনই বিদেশ নিয়ে যেতে চান, এটিই রহস্যজনক।’