জাফলংয়ে প্রশাসনের উপর হামলার ঘটনায় ৪শ’ জনকে আসামী করে মামলা

29

স্টাফ রিপোর্টার :
গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পরিবেশের ছাড়পত্র ছাড়া গড়ে উঠা অবৈধ ক্রাশার মেশিন উচ্ছেদ অভিযান পরিচালনার সময় ইউএনও, ওসি, এসিল্যান্ড, পুলিশ-বিজিবি’র সদস্যদের উপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলার এসিল্যান্ড এসএম ফেরদৌস ইসলাম বাদি হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ ৪শ’ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি আবদুল হাই।
উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই গোয়াইনঘাটের সংরক্ষিত বনের গাছ ও টিলা কেটে ক্রাশিং মেশিন বসিয়ে ব্যবসা করে আসছিলেন স্থানীয় প্রভাবশালীরা। অবৈধভাবে গড়ে উঠা এসব ক্রাশিং মেশিন দ্বারা পরিবেশ ধ্বংস ও হুমকির মুখে পড়ে। এমতাবস্থায় গত শনিবার উপজেলা প্রশাসন বিজিবি ও পুলিশ নিয়ে উচ্ছেদ অভিযানে নামে।অভিযান চলাকালে ক্রাশার মিল মালিক ও শ্রমিকরা সংঘবদ্ধাভাবে অভিযানকারীদলের উপর হামলা চালায়। এতে এসিল্যান্ড ও পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২০ জন আহত হন। ভাংচুর করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজিবির গাড়ি।