স্টাফ রিপোর্টার :
সিলেট-ঢাকা মহাসড়কে প্রাইভেট কার, যাত্রীবাহীবাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ যাত্রী আহত হয়েছেন। গতকাল রবিবার সকাল ১০টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, সিলেটের ওসমানী নগর থানা কাজিরগাঁও গ্রামের মৃত হানিফ উল্লাহর পুত্র বৃদ্ধ আনফর আলী নুনু মিয়া (৬০) এবং একই থানার মজলিসপুর গ্রামের আলাউদ্দিনের পুত্র জয়নাল আবেদীন (২৩)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে প্রথমে সিলেট থেকে ছেড়ে যাওয়া জগন্নাথপুরগামী (সিলেট-জ-১১-০৫৭৬) নম্বর যাত্রীবাহীবাস ওভারটেক করতে গিয়ে সিলেট থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো-খ-১১-৬১৬৬) নম্বর প্রাইভেট কারকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কারটি ছিটকে গিয়ে বিপরীত দিক থেকে ওসমানী নগর থেকে ছেড়ে আসা সিলেটগামী (সিলেট-থ-১১-৭৭০৩) নম্বর সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে সিএনজিটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এত ঘটনাস্থলে সিএনজিতে থাকা জয়নাল আবেদীনের মৃত্যু হয় ও হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় বৃদ্ধ আনফর আলী নুনু মিয়ার মারা যান এবং অত্যন্ত ৪ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নিহত জয়নাল আবেদীনের চাচা তাজ উদ্দিন বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোঃ খায়রুর ফজল জানান, দুর্ঘটনা যাত্রীবাহী বাস, প্রাইভেট কার ও সিএনজি আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।