সিলেট ল’ কলেজে ছাত্রলীগ-ছাত্রদল হাতাহাতি দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ !

69

স্টাফ রিপোর্টার :
সিলেট ল’ কলেজে (আইন মহাবিদ্যালয়) হাতাহাতি দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রলীগ ও ছাত্রদল। নবীন বরণ অনুষ্ঠানে কে কার আগে বক্তব্য দেবেন, এ নিয়ে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে কলেজ ক্যাম্পাসে এ হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় শিক্ষকরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে উভয় দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
জানা গেছে, গতকাল শনিবার ছিল সিলেট ল’ কলেজের (আইন মহাবিদ্যালয়) নবীন বরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে আগে বক্তৃতা দেয়া নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় দলের নেতাকর্মীদের মাঝে হাতাহাতি শুরু হয়। পরে সমঝোতার মাধ্যমে ছাত্রলীগ নেতারাই আগে বক্তৃতা দেন।
ল’ কলেজ শাখা ছাত্রদল নেতা আবু আম্বিয়া জানান, ছাত্রলীগ শিক্ষকদের আগে বক্তৃতা দিতে চাইলে উত্তেজনার সৃষ্টি হয়। ছাত্রলীগের এক নেতা বক্তৃতা দেয়ার পরই তারা পুলিশ সাথে নিয়ে ক্যাম্পাস ত্যাগ করে। পরে ছাত্রদল ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করেছে।
ল’কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম রাশেদ জানান, ছাত্রলীগের পক্ষে থেকে নবীন শিক্ষার্থীদের স্বাগত মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে ক্যাম্পাসেই অবস্থান করছে। ছাত্রদল নেতাকর্মীরা বহিরাগতদের নবীনবরণ অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করার চেষ্টা করেছিল। আমরা প্রতিহত করায় ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশ প্রহরায় ক্যাম্পাস ত্যাগ করে।