হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিলে পুলিশের বাধার প্রতিবাদে সভা

31

স্টাফ রিপোর্টার :
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিলে বাধা দেয়ায় তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে তারা। হোটেল সেক্টরে সরকার ঘোষিত গেজেট ও শ্রম আইন বাস্তবায়নে মালিক সমিতির সাথে সম্পাদিত চুক্তি কার্যকর, ন্মিতম বেসিক মজুরি আট হাজার টাকা নির্ধারণ, শ্রমিক নেতা জয় মাহাত্ম কুর্মি ও কৃষক নেতা নুরুল ইসলাম মকবুলসহ নেতৃবৃন্দের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাগারে আটক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে হোটেল শ্রমিক ইউনিয়ন মিছিলের আয়োজন করে। গতকাল শনিবার বিকাল ৪টায় জেলা রেজিষ্ট্রারী মাঠ প্রাঙ্গণে জমায়েত হয়ে মিছিল বের করলে বাধা দেয় পুলিশ।
মিছিলে বাধা দেওয়ার কারণে তাৎক্ষণিকভাবে ইউনিয়নের নেতৃবৃন্দ এক প্রতিবাদ সভা করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি আবুল কালাম আজাদ। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া, মহানগর সহ সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সফর আলী খাঁন।
সভা থেকে মিছিলে পুলিশি বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সরকার গণতন্ত্রের কথা বলে পুলিশি রাষ্ট্র বানিয়ে দেশ পরিচালনা করছে। আইন বাস্তবায়ন করার দাবিও করতে দেওয়া হচ্ছে না। আইনের লোক দিয়ে সকল বেআইনি অপকর্ম করানো হচ্ছে। এই সকল অগণতান্ত্রিক আচরণ বন্ধ না করলে জনগণ তার অধিকার নিয়ে আন্দোলন করতে বাধ্য হবে। সভা থেকে সরকার ঘোষিত গেজেট শ্রম আইন বাস্তবায়ন করার জন্য মালিক ও সরকারের প্রতি আহবান জানানো হয়।