নারীদের উন্নয়নের ক্ষেত্রে সেলাই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ —- ডাঃ আরমান আহমদ

72

সীমান্তিক ইনস্টিটিউট অব এইচ. আর .ডি এর অধ্যক্ষ ডাঃ আরমান আহমদ শিপলু বলেছেন, প্রশিক্ষণলবদ্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদেরকে স্বাবলম্বী হতে হবে। কারিগরি প্রশিক্ষণে অন্যদেরকও উৎসাহিত করতে হবে। যাতে করে তারা প্রশিক্ষণ গ্রহণ করে নিজেরা স্বাবলম্বী হতে পারে। নারীদের উন্নয়নের ক্ষেত্রে সেলাই প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বেকারত্ব দূরতে করতে এরকম উদ্যোগে গ্রহণ করা প্রয়োজন।সাহরিন সুলতানা উদ্যেগে পরিচালিত মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই মেশিন বাবত অনুদান প্রদান অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি বুধবার ছড়ারর পাড় অফিসে এ কথাগুলো বলেন। অনুদান গ্রহণ করছেন প্রতিষ্ঠানের সদস্য সাহরিন সুলতানা, মারজিয়া সনি, ফারজানা আক্তার, মান্না পাল, ইমরান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি